বুধবার ১৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ জুলাই ২০২৪ ১৮ : ৪৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে রাস্তায় নামা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ভয়াবহ রূপ উঠে আসছে সমাজমাধ্যমের পাতায়। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ গোটা দেশে আন্দোলনকারীদের হটাতে ব্যাপক লাঠি, গুলি, কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু ছাত্র। দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেও বন্ধ রয়েছে সে দেশের মেট্রো পরিষেবা। সংরক্ষণ বিরোধী ছাত্র-যুবদের ‘সর্বাত্মক অবরোধ’-এর ডাকে চাকরিতে সব ধরনের সংরক্ষণ বাতিল করার দাবি নিয়ে পথে নেমেছে ছাত্ররা!
এবার আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ালেন প্রখ্যাত শিল্পী কবীর সুমন। আজকাল ডট ইন-কে তিনি বললেন, “আমি ভারতের নাগরিক এবং বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ আবেগের জায়গা যেই জায়গায় ভারতবর্ষ কিন্তু নেই! ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার ২২ বছর বয়স। সেই সময়ে থেকেই বাংলাদেশের সঙ্গে আমি একাত্ম। এতটাই যে ওই সময়ে আমি এবং আমার দাদা আনন্দরূপ পরিকল্পনা করেছিলাম বাংলাদেশের নাগরিকত্ব চাইব কারণ সেই দেশের ভাষা আমার মাতৃভাষা।
অনেকেই জানেন না ১৯৯৬ সালে আমি প্রথম সেদেশে যাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে। পাঁচটি সঙ্গীত অনুষ্ঠান করেছিলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘরের তহবিলের জন্য টাকা তুলতে। ১৯৯৮ সালে আরও একটি সফর। সেটির কারণও এক। এত কথা বললাম এটা বোঝাতে, এতটাই আমার কাছের পদ্মাপরের দেশ। এবারে আসি আন্দোলনের প্রসঙ্গে। দেখুন, বাংলাদেশের সরকার কেমন সে বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু সংরক্ষণ নিয়ে যে বিরোধিতা করছেন ছাত্রছাত্রীরা, তাঁদের সঙ্গে একবার আলোচনায় বসা উচিত ছিল শেখ হাসিনার সরকারের। কিন্তু তাঁরা বসলেন না। আমার মনে হয়, এটা ঠিক হল না। আন্দোলনরত যুবক-যুবতীরা ঠিক,বেঠিক..তাঁদের কথায় যুক্তি থাকুক কিংবা না থাকুক, তাঁদের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল সরকারের”।
সামান্য থেমে বর্ষীয়ান শিল্পী ফের বলা শুরু করেন, “যৌবন যদি আবেগের আতিশয্য না দেখায় তো কে দেখাবে? ওঁরা ছটফট করবে না তো কে করবে, আমি, ৭৫-এর কবীর সুমন? কবি সুকান্ত লিখেছিলেন, ‘এই পৃথিবীর বুকে আঠেরো নেমে আসুক...’ বলতে চাইছি, যৌবন আর প্রেম কখনও শান্ত আর সংযমী হয় না। আর তা যদি হয় তাহলে সেটা যৌবনও নয়, প্রেমও নয়! অন্য কিছু হিসেবনিকেশ। বাংলাদেশের নবীনের দল তাঁদের যৌবনের বশবর্তী হয়ে তাঁরা যা করছেন কারও হয়তো তা বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু এটাই যদি না হয় তাহলে আর কিসের যৌবন? অতএব দায়িত্ব সবসময় বয়স্কদের, মুরুব্বিদের। সেখানকার অভিজ্ঞরা কী করছিলেন? আর যতটুকু সমাজমাধ্যমের পর্দায় দেখেছি যথেষ্ট শালীন ভাষায় নিজেদের বক্তব্য রাখছেন আন্দোলনরত যুবক-যুবতীরা। একটা কথা বলি, একটি ছবি রয়েছে, নাম ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’। সেখানে একটি যুবককে আদালতে পেশ করা হয়েছে তাঁর বাবাকে খুনের অভিযোগে। জুরিদের তরফে বলা হল যদি কারও কোনও এতোটুকুও 'রিজনবেল ডাউট' থাকে তাহলে বলতে পারেন। ১১জন জুরি জানালেন দোষী, শুধু একজন বলে উঠলেন, ‘আমি বলছি না উনি নির্দোষ, তবে কথা বলা যেতে পারে। এবং কথা বলা হল। শেষমেশ দেখা গেল যুবকটি নির্দোষ'। এটা আমারও কথা! কথা হোক। সরকারের তরফে কথা বলা উচিত ছিল। এখনও কথা বলা হোক আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে। যৌবনের পতাকাধারীদের কথা তো ভাবতেই হবে। যৌবনকে কিন্তু বুঝে নিতে হবে”।
বর্ষীয়ান শিল্পী আরও বললেন, “বাংলাদেশের লেখক, শিল্পী, খেলোয়াড়, বুদ্ধিজীবীরা তাঁরা অন্তত এগিয়ে আসতে পারতেন। পথে নেমে থামানোর অনুরোধ করতেন সংঘর্ষ। কিন্তু কেউ এগিয়ে এলেন না। আমাকে অবাক করেছে এই ঘটনাও। বাংলাদেশের পরিণতমনস্কতা নিয়ে কিন্তু কোনও কথা হবে না। একটা কথা এখানে বলা উচিত, ১৩ বছর পর ধুতি-পাঞ্জাবি পরে বাংলাদেশের মঞ্চে গান গাইতে উঠেছিলাম। উঠে কিন্তু দু’হাত জড়ো করে নমস্কার করেছিলাম। সালাম করিনি। সবাই জানেন, আমি ধর্মান্তরিত মুসলিম। তা দেখে কোনও দর্শক বিস্ময়সূচক শব্দ প্রকাশ করেননি। এই নিয়ে নিয়ে ওখানকার কোনও পত্রিকায় তির্যক কথা লেখা হয়নি। এতটাই শুভবুদ্ধিসম্পন্ন তাঁরা। পরিণতবোধ অত্যন্ত উন্নত। তা সত্বেও কেন এটা হল, এটা ভেবে অবাক হচ্ছি। যন্ত্রণাও হচ্ছে”।
বক্তব্যের শেষে আন্দোলনরত যুবদের উদ্দেশ্যে জোর গলায় কবীর সুমন বলে উঠলেন, “আমি সম্পূর্ণভাবে আন্দোলনের পক্ষে! তাঁরা যেন তাঁদের পথে থাকে। যা হওয়ার হবে! কিছুতেই যেন হাল না ছাড়েন! আন্দোলনরত যুবক আবু সৈয়দের বুক টিপ করে গুলি চালাল পুলিশ, এটা কী হচ্ছে? এটা কী! তবে সঙ্গে এটাও বলব, হিংসায় কিচ্ছু হয় না। আমার দৃঢ় বিশ্বাস,অহিংসাই একমাত্র পথ। আন্দোলনরত আমার সন্তানপ্রতিম নবীন-নবীনাদের বলব, তাঁরা যেন অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র না তোলেন। পাশাপাশি নিজের পথও যেন না ছাড়েন!”
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সোনুর থেকে ‘দবং’ ছিনিয়ে নিয়েছিলেন সলমন? ‘বেবি জন’-এর ব্যর্থতায় কার জন্য মনখারাপ জ্যাকির? ...
৭৬৭ পর্ব পেরিয়ে, দু’বছর পর সত্যিই বন্ধ হচ্ছে ‘এই জনপ্রিয় ধারাবাহিকের পথ চলা?...
'আকাশ কুসুম'-এ মানসিক ভারসাম্যহীনের চরিত্রে তারিফ কুড়োচ্ছেন রাজরানি, অভিনয়ের সময়ে কোন জনপ্রিয় অভিনেত্রীকে ...
প্রয়াত জয়দীপ আহলাওয়াতের বাবা, শুনেই 'পাতাল লোক ২'-এর প্রচারের মাঝে কী করলেন অভিনেতা? ...
এক টুকরো সম্পর্কের গল্প বলবেন রজতাভ দত্ত, ভালবাসার মরশুমে কোন ছবি ফুটে উঠবে 'সেলাই'-এ?...
রাম চরণের ‘গেম চেঞ্জার’-এর নির্মাতারা ‘মিথ্যাবাদী’! তোপ রাম গোপাল বর্মার, কিন্তু কেন? ...
‘জওয়ান’-এর পর ফের পুলিশি অবতারে আসছেন শাহরুখ? ‘ইন্সপেক্টর গালিব’ নিয়ে বড় ঘোষণা মধুর ভাণ্ডারকরের...
Breaking: টানটান রহস্যের পর এবার হাসির ফোয়ারা, অয়ন চক্রবর্তীর আগামী ছবিতে অন্য রূপে স্বস্তিকা! ...
Exclusive: চন্দ্রর মৃত্যুর দায় কার? 'ফসিলস' প্রাক্তনের আলোচনা থেকে স্মৃতিচারণে সিধু, সুরজিৎ, সৌমিত্র, উপল...
রাহুল গান্ধীকে ‘গাধা’ বলে খোঁচা পরেশ রাওয়ালের? ‘বাবু ভাইয়া’র কাণ্ড দেখে শুরু হইচই...
রিতেশ দেশমুখকে বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ! স্ত্রী থাকতেও কেন এহেন সিদ্ধান্ত নিয়েছিলেন 'বাদশা'?...
অভিনব কায়দায় মেয়ের নাম জানালেন মাসাবা, সেই নামের অর্থ জানেন কি? ...
‘ফসিলস’-এর প্রাক্তন চন্দ্রমৌলীর মৃত মুখ কেন দেখতে চান না? কারণ জানালেন রূপম...
জনপ্রিয় বাংলা ব্যান্ডের প্রাক্তন সদস্যের চরম পদক্ষেপ, বাড়ি থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ...
অজয় দেবগণকে প্রকাশ্যে কটাক্ষ, একই ব্যাপারে ভাগ্নে আমনের দিলখোলা প্রশংসা সলমনের! ব্যাপারটা কী?...
অমিতাভের একটি মন্তব্যে শেষ হয়েছিল মুকেশ খান্নার কেরিয়ার? বিস্ফোরক 'শক্তিমান'!...
পরিচালক অরুণ রায়ের শ্রাদ্ধানুষ্ঠান সারলেন দেব-রুক্মিণী, চোখে জল নিয়ে মন্ত্রোচ্চারণ কিঞ্জল নন্দর ...
২৫ বছর পর ফের একসঙ্গে অক্ষয়-তাবু! 'ভূত বাংলা'য় তিনি নায়িকা না 'অশরীরী'?...